মুজিব শতবর্ষে বিরল দৃষ্টান্ত স্থাপন করলো কুষ্টিয়ার ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা। ভেড়ামারা উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধার চিকিৎসার দায়িত্ব নিয়ে তাদের হাতে তুলে দিয়েছে বিনামূল্যে চিকিৎসার হেলথ্ কার্ড। আজ সকাল সাড়ে ১১টায় সংস্থার নিজস্ব কার্য্যালয়ে বিনামূল্যে চিকিৎসালয়ের এই কার্ড বিতরন করা হয়। স্বাধীনতার সূবর্ণ জয়ন্ত্রী উপলক্ষ্যে এ সময় ফিতা কেটে শুভ উদ্বোধন ঘোষনা করা হয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক স্বাধীনতা পত্রিকা। ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ শামিমুল ইসলাম ছানা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবদুল আলীম স্বপন, ভেড়ামারা মডেল থানার কর্মকর্তা ইনচার্জ মোহাম্মদ শাহ্ জালাল, ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডাঃ আমিরুল ইসলাম মান্নান, ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থার উপদেষ্টা আবদুল হান্নান, আতিয়ার রহমান মৃধা প্রমুখ। সংস্থার সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক শাহ্ জামাল’র স্বাগত বক্তব্যে এবং সাধারন সম্পাদক নোমান জহির রাজা’র পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রওশান আরা সিদ্দিকী, ভেড়ামারা পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর ফিরোজ আলী মৃধা, সোলাইমান মাষ্টার, বীরমুক্তিযোদ্ধা নজিবুদ্দোল্লাহ খাঁন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার মাহবুবুর রহমান, সংস্থার অর্থ বিষায়ক সম্পাদক উজ্জ্বল হোসেন প্রমুখ।
ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আখতারুজ্জামান মিঠু বলেছেন, বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান নিশ্চিত করেছে। এর সাথে একাত্বতা ঘোষনা করে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা ভেড়ামারা উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষ্যে হেলথ্ কার্ড দিয়েছে। এখন থেকে সর্ম্পন্ন ফ্রিতে স্বাস্থ্য সেবা পাবে মুক্তিযোদ্ধারা। এটি একটি মহতি আয়োজন। এতে করে মুক্তিযোদ্ধারা বৃদ্ধকালীন স্বাস্থ্য সেবা নিয়মিত ভাবে নিশ্চিত হবে।
ভেড়ামারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড’র কমান্ডার এ্যাড. আলম জাকারিয়া টিপু বলেছেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার দায়িত্ব নেওয়া বিরল একটি দৃষ্ঠান্ত স্থাপন করেছে ভেড়ামারা স্বেচ্ছাসেবী সংস্থা। এর মাধ্যমে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয়েছে। মুক্তিযোদ্ধাদের আজীবন বিনামুল্যে চিকিৎসা দেওয়ায় উপকৃত হবে ভেড়ামারা উপজেলার ১৬০ জন মুক্তিযোদ্ধা।