জামালপুরে সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রেখে ক্লাস চালু রাখায় একটি বেসরকারী স্কুলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৫মার্চ)সকালে শহরের কলেজ রোডে এলাকায় সৃষ্টি সেন্ট্রাল স্কুলকে ৬৫হাজার টাকা জরিমানা করেছে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমীন।
তিনি জানান, বৈশ্বিক করোনা পরিস্থিতির নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছেন। সরকারি এই নির্দেশনা অমান্য করে জামালপুর শহরে গোপনে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস হচ্ছে, এমন খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এতে স্কুল খোলা রেখে ক্লাস করানোর দায়ে সৃষ্টি সেন্ট্রাল স্কুল এ- কলেজকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর আওতায় ৬৫ হাজার টাকা জরিমানা করে জরিমানার সমস্ত টাকা আদায় করা হয়।