কুমিল্লার হোমনায় বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা সদরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‘মুজিববর্ষে শপথ করি. প্লাস্টিক দূষণ রোধ করি’ শীর্ষক প্রতিপাদ্যের ওপর ইউএনও কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, অ্যাকাডেমিক সুপারভাইজার রাশেদুল ইসলাম, শিক্ষা কর্মকর্তা খাদিজা আক্তার ও সোহাগ ভট্টাচার্য্য, উপ-সহকারী (জনস্বাস্থ্য) প্রকৌশলী মো. কামরুল ইসলাম, হোমনা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেসক্লাবের সভাপতি হক সরকার, সাংবাদিক মো. কামাল হোসেন, টিউলিপ কিন্ডার গার্টেনের প্রধান শিক্ষক হাসনা হেনা প্রমুখ।