'মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দুষন রোধ করি'-- এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রীমঙ্গলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস- ২০২১ পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনু্ষ্িঠত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন- শ্রীমঙ্গলের এসি ল্যা- মো. নেছার উদ্দিন, শ্রীমঙ্গল বিএমএ'র সভাপতি ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, পর্যটন সেবা সংস্হার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, ব্যবসায়ী সমিতির সভাপতি মো. কামাল হোসেন, রোটারী ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অ্যাসিস্ট্যান্ট গভর্নর জামাল উদ্দিন আহমদ প্রমুখ।
সভায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, হোটেল মালিক, রিসোর্ট-কটেজ প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্হিত ছিলেন।