কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের দিঘীরপাড় সরকার বাড়ি মরহুম বাকি মাস্টার স্ত্রী কসবা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সাংবাদিক মোঃ অলিউল্লাহ সরকার অতুলের চাচী আনোয়ারা বেগম এর কুলখানি গতকাল ( ১৩ মার্চ) দিঘীরপাড় সরকার বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। কুলখানি উপলক্ষে আলোচনা সভা মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়েছে। খাজা গরীবে নেওয়াজ উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জশিম উদ্দীন সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম।
বিশেষ অতিথি ছিলেন, এডিপিও মাহবুবুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাছিমা আক্তার, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. আমির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মীর মো. আদুস সালাম সেলিম, মো. শামীম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. মাসুমুল হক সরকার, বোরহান উদ্দিন সরকার শামীম। এ সময় আবদুর রউফ সরকার, আনোয়ার হোসেন সরকার, মো. আমানত উল্লাহ, মোহাম্মদ উল্লাহসহ এলাকার দেড় সহ¯্রাধিক শিক্ষক, সাংবাদিক, কৃষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবারে আনোয়ারা বেগম বার্ধক্যজনিত কারণে সরকারবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে, ৪ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।