কুমিল্লার নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। রোববার দুপুরে উপজেলার জোড্ডা পূর্ব ইউপির শ্রীহাস্য আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আবুল কালাম ওই গ্রামের গফুরের ছেলে। স্থানীয়রা জানান, বসতঘরের বৈদ্যুতিক মিটার থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। পরে এলাকাবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
লাকসাম ফায়ার সার্ভিস ফাইটার নাঈম ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ খবর শুনার পর পথিমধ্য থেকে ফায়ার সার্ভিসের ওই ইউনিট লাকসামে ফিরে আসে।