নোয়াখালীর সেনবাগে অবৈধ ইটভাটা (ব্রিকফিল্ড) বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর। রোবাবার দুপুর ১টারদিকে পরিবেশ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক তানজিব তারেকের নেতৃত্বে জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএফএম শামিম সেনবাগের ছমির মুন্সির হাট বাজার সংলগ্ন চৌধুরী ব্রিকফিল্ড ইউনিট-২ এ ওই অভিযোন পরিচালনা করে। এ সময় চৌধুরী ব্রিকফিন্ড ইউনিট-২এ বোলডের দিয়ে ইটভাটাটি ভেঙ্গে দেয়। এবং ইটভাটার মালিকের ৩লক্ষ টাকা জলিমানা আদায় করে।
ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএফএম শামিম জানায়, ইট ভাটাটির বৈধ কোন কাগজপত্র না থাকায় এটিকে ভোলডেজার দিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের নোয়াখালীর সহকারী পরিচালক তারজিব তারেক জানান,পর্যয়ক্রমে জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে।
ইটভাটার মালিক জহিরুল ইসলাম জহির জানায়, তার সকল ধরণের কাগজপত্র সহ আবেদন করা আছে। কিন্তু অজ্ঞাত কারণে পরিবেশ অধিদপ্তর তার ভাটায় অভিযান চালিয়ে তার ভাটাটি ভেঙ্গে দিয়েছে। এতে তার প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তার দাবী।
অভিযানের সময় জেলা পরিবেশ অধিদপ্তরের লোকজন, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট,ফায়ার সার্ভিস ও সেনবাগ থানার বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন।