পিরোজপুরে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত ভাবে ঘোষণা করা হয়েছে। জেলার ৭টি উপজেলার ৫২টি ইউনিয়ন পরিষদের মধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত ৩২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তবে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থীর বিরুদ্ধে আওয়ামী লীগের যারা বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছেন তাদের কাউকে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়া হয়নি। তবে জেলার মঠবাড়িয়ার একটি ইউনিয়নে গত নির্বাচনের এক বিদ্রোহী প্রার্থী’র স্ত্রীকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। এবারের নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. হানিফ খান, কলাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. দিদারুজ্জামান হাওলাদার, টোনা ইউনিয়নে নতুন মুখ ইমরান আলম খান হারুন ও শারিকতলা ইউনিয়নে নতুন মুখ মো. আজমীর হোসেন মাঝি। নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে শ. ম. বেলায়েত হোসেন, মালিখালী বর্তমান চেয়ারম্যান সুমন মন্ডল, নাজিরপুর সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন ও সেখমাটিয়া ইউনিয়নে আতিয়ার রহমান চৌধুরী। ভান্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান খান এনামুল করিম, নদমুলা-শিয়ালকাঠি ইউনিয়নে মো. এমরান হোসেন তালুকদার, তেলিখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শামসু উদ্দীন, ধাওয়া ইউনিয়নে মো. আবদুর রশীদ মৃধা ও গৌরীপুর ইউনিয়নে মোহাম্মাদ নুরুল আমিন। ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. কবির হোসেন। মঠবাড়িয়া উপজেলার তুষখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার, মিরুখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুস সোবাহান শরীফ, বেতমোর রাজপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন আকন, আমড়াগাছিয়া ইউনিয়নে মোসা: শারমীন জাহান, সাপলেজা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. মিরাজ ও হলতা-গুলিশাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রিয়াজুল আলম ঝনো। উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নে গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. মোশারেফ হোসেন। এ ইউনিয়নে এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া হয়েছে বিদ্রোহী প্রার্থী মো. মোশারেফ হোসেনের স্ত্রী মোসা: শারমীন জাহানকে। নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শেখর কুমার সিকদার, বলদিয়া ইউনিয়নে মো. সাইদুর রহমান, গুয়ারেখা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, দৈহারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান প্রগতি মন্ডল, সোহাগদল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আবদুর রশীদ মিয়া, সারেংকাঠি ইউনিয়নে মো. নজরুল ইসলাম, সুটিয়াকাঠি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমীন অসীম, স্বরূপকাঠি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আল আমিন, সমুদয়কাঠি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মাহমুদ করিম (সবুর) ও জলাবাড়ী ইউনিয়নে আশিস কুমার বড়াল। কাউখালী উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নে মো. জাহাঙ্গীর হোসেন ও কাউখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মো. আমিনুর রশিদ মিল্টন। প্রথমধাপে ৩৭১টি ইউনিয়ন পরিষদে আগামী ১১ এপ্রিল ভোটগ্রহণের দিন নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ মার্চ, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ মার্চ এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ মার্চ। উল্লেখ্য, ১১ এপ্রিলের নির্বাচনে এবারও আওয়ামী লীগের মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ইউনিয়নে অনেকেই বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।