ফরিদগঞ্জ পৌরসভার নব নির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আ.লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী রোববার আনুষ্ঠানিকভাবে বিদায়ী সাবেক মেয়রের কাছ থেকে, দায়িত্ব গ্রহণ করেছেন।
দুপুর ১২ টায় সাবেক মেয়র মাহফুজুল হক, পৌর কার্যালয় পৌরসভার ষ্টাফদের নিয়ে নবাগত মেয়রকে ফুলেল শুভেচ্ছা দিয়ে গ্রহণ করে মেয়রের রুমে পৌরসভার সকল কর্যক্রম ও স্থাবর অস্থাবর সম্পদের হিসেবের একটি ফাইলসহ দায়িত্বভার হস্তান্তর করেন।
পরে, পৌর কার্যালয়ের সামনে এক সূধী সভা অনুষ্ঠিত হয়। পৌর সচিব খোরশেদ আলমের সভাপত্বিতে এবং পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগের পরিচালনায়, সভায় এই সময় বক্তব্য রাখেন, নবাগত মেয়র মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু সাহেদ সরকার, বিদায়ী সাবেক মেয়র মাহফুজুল হক, মহিলা আ.লীগ নেত্রী নাজমুর নাহার অনি প্রমূখ।