বছরের প্রথম ঝড় শিলা বৃষ্টিতে সরাইল সদরে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। আজ বিকাল ৫টা ৪০ মিনিটে আচমকা ঝড়ে আতঙ্ক গ্রস্থ হয়ে পড়ে এই জনপদের মানুষ গুলো। সাথে ছিল শিলা ও মোষলধারে বৃষ্টি। ১০ মিটিট স্থায়ী ঝড়ের তান্ডবে সরাইল সদরের বিভিন্ন জায়গায় শতাধিক গাছ দুমড়ে মুচরে যায়। সরাইল -নাসির সড়কের বিজিবি ক্যাম্পের নিকটে ছোট বড় ৪-৫টি গাছ পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। কিছু জায়গায় ফেঁটে গেছে প্রতিরক্ষা দেওয়াল। বিদ্যুতের ক্যাবল ছিঁড়ে পড়ে গেছে সড়কে। এ ছাড়া অনেক জায়গায় ছোট বড় অর্ধশতাধিক টিনের ঘর পড়ে গেছে। সরাইল সদর সহ সমগ্র উপজেলার সর্বত্রই বিকেল থেকে ছিল বিদ্যুৎ বিহীন। এর আগে লাইনের কাজের জন্য সকাল ৮ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সরাইলের কোথাও বিদ্যুৎ ছিল না। সামান্য শিলা বৃষ্টির কারণে ইরি বোরো ধানের কিছু ক্ষতি হয়েছে।