বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে জেলা পরিষদ মার্কেটের তৃতীয় তলায় এ সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোপাল চন্দ্র দেবনাথ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরিচাঁদ মন্ডল সুমন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি এস এম ছানা লাল বক্সী, পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, সাধারণ সম্পাদক রবি বোস প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সম্মতিক্রমে সাবেক সাধারণ সম্পাদক রবি বোসকে সভাপতি এবং দুলাল চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক নির্র্বাচিত করা হয়।