পিরোজপুরের নেছারাবাদ ছারছীনা দরবার শরীফের বার্ষিক ঈছালে ছওয়াব মাহফিল গতকাল দ্বিতীয় দিন। তিনদিনব্যাপী বার্ষিক মাহফিলে ইসলাম, ইমান এবং আমলের মূল্যবান নসিহত পেশ করেন দেশের ঐতিহ্যবাহী ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয় দ্বীনিয়া ও আলিয়া মাদ্রাসার মুহতারাম আসাতেজায়ে কেরাম এবং দরবারের বিশিষ্ট ওলামা, খলিফাগণ। পীর কামেল আল্লামা সাহসুফী হযরত মাওলানা নেছার উদ্দীন আহমদ (রহ) এবং তদীয় জানেশীন মুজাদ্দেদে জামান শাহসুফী হযরত মাওলান আবু জাফর মোহম্মদ ছালেহ‘র ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে মাহফিলে প্রধান অথিতি ধর্ম বিষয়ক প্রতি মন্ত্রী মোঃ ফরিদুল হক খান বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করে ছিলেন ইসলামিক ফান্ডেশন এবং তারই সুযোগ্য কণ্য প্রধান মন্ত্রী শেখ হাসিনা প্রতিষ্ঠিত করেন মসজিদ ভিত্তিক কোর-আন শিক্ষাসহ ৫৬০টি মসজিদ নির্মাণ। যা আর কোন সরকার করতে পারেন নি। মন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে বক্তব্য রাখেন, ধর্ম বিষয়ক সচিব ডঃ নূরুল ইসলাম, প্রধান মন্ত্রীর বিশেষ সহকারী জনাব মোঃ ফেরদৌস খান, আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোঃ এনামুল হক, ইসলামি ফান্ডেশন বাংলাদেশ এর গর্ভেনার ডঃ মুফতি কাফিল উদ্দিন সরকার। এ ছাড়াও উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অনেকেই।