পিরোজপুরের নাজিরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি দেওয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা ছাত্রদল। শনিবার (১৩ মার্চ) সকালে উপজেলা ছাত্রদলের সদ্যঘোষিত উপজেলা শাখার আহ্বায়ক এইচ এম শামিম হাসান ও সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পির নেতৃত্বে পুলিশের বাধা উপেক্ষা করে উপজেলা সদরে আনন্দ মিছিল করেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল পরিমান ছাত্রদলের নেতা কর্মী উপস্থিত ছিলেন। আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ছাত্রদল কে রাস্তার মাঝে পথসভা করে ফুল দিয়ে বরন করে নেন। উপজেলা সদস্য সচিব তারেকুল আব্দুল্লাহ বাপ্পি জানায়, আমাদের এ আনন্দ মিছিলে ৩ শত ভাই-ব্রাদার ছিলো আর বিভিন্ন স্থানে পুলিশ আমাদের ভাই-ব্রাদারের গাড়ি আটকেদিয়ে তাদের বাড়ি ফিরে যেতে বাধ্য করছে, পার্টি অফিস আটকে রাখার কারণে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপজেলা ছাত্রদল কে রাস্তার মাঝে ফুল দিয়ে বরন করছে, যার কারণে ছাত্রদলের অনেক নেতা কর্মী এ আনন্দ মিছিলে উপস্থিত হতে পারেনাই।