কুষ্টিয়ায় যমুনা টেলিভিশনের সাংবাদিক মাহতাব উদ্দীনর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা, দোষীদের শাস্তির দাবী এবং কুষ্টিয়া প্রেসক্লাব সহ ৫ সাংবাদিক সংগঠনের সকল কর্মসূচীর সাথে একাত্বতা ঘোষনা করে ভেড়ামারা উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ডাঃ আমিরুল ইসলাম মান্নান। ক্লাবের সাধারন সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সাংবাদিক ইসমাইল হোসেন বাবু'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার সাংবাদিক ও অনলাইন নিউজ পোর্টল দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক শাহ্ জামাল। এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাবের সাংবাদিক আনসারুল হক। দৈনিক আজকের আলো পত্রিকার সাংবাদিক নোমান জহির রাজা, দি টিচার পত্রিকার সাংবাদিক মাহামুদুল্লাহ সোহেল, কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক জহিরুল কবীর নবীন, দৈনিক স্বাধীনতা পত্রিকার সাংবাদিক মো: উজ্জ্বল হোসেন, সাপ্তাহিক কুষ্টিয়ার মুখ পত্রিকার সাংবাদিক ইয়ামিন, মোছাঃ মেঘলা ইসলাম প্রমুখ।