প্রকৃতি ও মানুষের মাঝে বাঁচতে চায় মানুষ গড়ার কারিগর খবির হোসাইন। পটুয়াখালীর গলাচিপার পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খবির হোসাইনের(৩৯) দুটি কিডনিই অকেজো হয়ে গেছে। অর্থের অভাবে তার চিকিৎসা চলছে না। সুচিকিৎসা না পেলে যে কোন সময় মৃত্যুর স্বাদ গ্রহন করতে হবে খবিরকে বলে জানান তার সহকর্মীরা।
গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের বালির হাওলা গ্রামের ইউনুস হাওলাদারের তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান খবির হোসেন। পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খবির হোসাইনের দুইটি কিডনি অকেজো হয়ে গেছে। তার স্ত্রী, ছোঁয়া (৯) ও সোহানা(৪) নামে দুটি কন্যাসন্তান রয়েছে। বর্তমানে খবির হোসেন ঢাকার ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীর রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, খবিরের দুইটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে। এখন অতি দ্রুত তার একটি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন। নইলে তাকে বাঁচানো সম্ভব হবেনা। খবির হোসাইন তার স্থাবর অস্থাবর সব কিছুই ইতোমধ্যে চিকিৎসার পিছনে ব্যয় করেছেন। তার ভাই বোনেরাু সাধ্যমত আর্থিক সাহায্য করেছেন। খবিরের দুই অবুজ কন্যা ছোঁয়া ও সোহানা সমাজের বিত্তবান ও স্বহৃদয় ব্যক্তিদের প্রতি আহবান জানিয়ে বলে, “আমার অব্বুকে বাঁচাতে আপনারা একটু সাহায্য করুন। আপনারা সাহয্য না করলে আমাদের অব্বু চিরদিনের জন্য হরিয়ে যাবে। আপনারাই অব্বুকে বাঁচাতে পারেন।”
গলাচিপা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রিন্টু কুমার রক্ষিত জানান, ইতোমধ্যে খবিরের চিকিৎসার জন্য তার সব সহায় সম্বল হারিয়েছে। তার চিকিৎসার জন্য এখন আরও ২০ থেকে ২৫ লাখ টাকা দরকার। তাই আজ তিনি সকলের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। গলাচিপা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা খবিরের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেছেন। কিন্তু তাতে তার চিকিৎসার ব্যয় সঙ্কুলান হচ্ছে না। “আসুন আমরা সবাই মিলে নিজ নিজ অবস্থান থেকে খবির হোসাইনের কিডনি ট্রান্সপ্লান্টেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেই। হয়তবা আপনার আমার একটু সহয়তায় বেচেঁ যেতে পারে একটি প্রান, একটি পরিবার।” সাহায্যের জন্য তার বিকাশ নম্বর ০১৭৪৪৬৮০৭৪৬ (পার্সোনাল)।