মানুষ সভ্য হচ্ছে এটা যেমন ঠিক, একইভাবে নারীর প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গির তেমন পরিবর্তন হয়নি। যার কারণে বিশ্বব্যাপী বাড়ছে যৌন নিপীড়ন বা নির্যাতনের ঘটনা। এর ফলে বিশ্বের সচেতন মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিশ্বজুড়ে প্রতি তিনজনে প্রায় একজন নারী জীবনে কখনো না কখনো শারীরিক বা যৌন সহিংসতার শিকার হয়েছেন। কোভিড-১৯ মহামারির মধ্যে নারীদের প্রতি নৃশংসতা আরো বেড়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার ডবিস্নউএইচও পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। নারীদের প্রতি সহিংসতা প্রতিরোধে জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটি বিভিন্ন দেশের সরকারকে নির্যাতনের শিকার নারীদের জন্য সেবার মানের আরো উন্নতি এবং নারী-পুরুষের মধ্যে আর্থিক বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে। এটা সত্য, শুধু আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় অনেক নারী ও মেয়ে পরিবারের সদস্যদের দ্বারা নিপীড়নের শিকার হওয়ার পরও ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারে না। বিশ্বের সব দেশে এবং সব সাংস্কৃতিতে নারীদের ওপর নৃশংসতা খুবই নিয়মিত চিত্র। যার ফলে লাখ লাখ নারী এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোভিড-১৯ মহামারির সঙ্গে নারী নির্যাতন আরো বেড়ে গেছে। পরিসংখ্যান অনুযায়ী, ১৫ থেকে ৪৯ বছর বয়সের ৩১ শতাংশ নারী শারীরিক বা যৌন নিপীড়নের শিকার হয়েছেন। সংখ্যায় যা ৮৫ কোটি ২০ লাখের বেশি। ২০০০ সাল থেকে ২০২১ সালের মধ্যে জরিপ করে এ তথ্য পাওয়া যায়। বেশির ভাগ ক্ষেত্রে স্বামী বা সঙ্গীর হাতেই নারীরা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হন। গরিব দেশগুলোতে এই নির্যাতনের চিত্র রীতিমত হতাশাজনক। তবে নিপীড়িত নারীর প্রকৃত সংখ্যা জরিপে উঠে আসা সংখ্যার থেকেও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। কোনো কোনো অঞ্চলে অর্ধেকের বেশি নারীই কোনো না কোনোভাবে নিপীড়নের শিকার। প্রশান্তমহাসাগরীয় দ্বীপাঞ্চল, সাব সাহারা আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে নারী নির্যাতন বেশি হয়। সব থেকে কম নিপীড়নের শিকার হন ইউরোপের নারীরা, ২৩ শতাংশ। অন্যান্য অপরাধের তুলনায় যৌন নির্যাতন নিপীড়ন বা সহিংসতার সংখ্যা বেড়ে যাওয়ার বিষয়টি বিশ্বের মানবাধিকার কর্মীদের উদ্বিগ্ন করছে। বিশেষ করে আমাদের দেশে সামাজিক অস্থিরতা ও বিচারহীনতার কারণেই যৌন নিপীড়ন ও সহিংসতা বাড়ছে। অপরাধ করে নিষ্কৃতি পাওয়ার একটি সংস্কৃতি চলছে। এর পাশাপাশি সামাজিক অবক্ষয়ও একটা কারণ। মনে রাখতে হবে সমাজে নারীর অগ্রগতি হয়েছে এটা যেমন সত্য একইভাবে সত্য পুরুষের দৃষ্টিভঙ্গির এখনো পরিবর্তন হয়নি। যার কারণে নারী ঘরে বাইরে নির্যাতিত হচ্ছে। সমাজ পরিবর্তন মানে সামাজিক কাঠামো ও সমাজের মানুষের কার্যাবলি ও আচরণের পরিবর্তন। তাদের মানসিকতার পরিবর্তন। বিশৃঙ্খল অপরাধপ্রবণ অবক্ষয়গ্রস্ত সমাজে বসবাস করে উন্নত রুচি ও সংস্কৃতির অধিকারী হওয়া যায় না। এমন সমাজে হত্যা, সন্ত্রাস ও যৌন নিপীড়ন নির্যাতনের ঘটনা বন্ধ করা সহজ কাজ নয়। আমরা চাই, পরিকল্পিত ও বিন্যস্ত সমাজ। নীতিবোধ ও চারিত্রিক মূল্যবোধ সমাজ গঠনের প্রধান শক্তি- যা আমরা হারিয়ে ফেলেছি। মানুষ অতিমাত্রায় প্রযুক্তির ওপর নির্ভরশীল হওয়ায় যান্ত্রিক হয়ে গেছে। ফলে মানবিক মূল্যবোধ লোপ পেয়েছে। অন্যায়টাকেই তারা স্বাভাবিক মনে করছে। সামাজিক সুস্থতা আনয়নের পাশাপাশি নতুন সমাজ নির্মাণের জন্য এ ধরনের অবক্ষয়কে প্রতিরোধ করতে হবে এবং যে কোনো মূল্যে। এজন্য ব্যাপকভাবে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন। বিশ্ব নেতৃবৃন্দেরও এ ব্যাপারে যথেষ্ট করণীয় রয়েছে।