নোয়াখালী সেনবাগে লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি, সানজী গ্রুপ ও মেঘণা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিককে সংবর্ধনা দিয়েছে সাদেকপুর, পশ্চিমলালপুর ও আলাইয়াপুর গ্রামবাসী। শুক্রবার সকালে লায়ন জাহাঙ্গীর আলম মানিক তার পিতার নামে নামকরণকৃত “বীর বিক্রম” শহীদ তরিক উল্লা সড়কের পাকা করণের উন্নয়ন কাজের অগ্রগতি দেখার জন্য গেলে এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ওই সংবর্ধনা প্রদান করে।
এসময় লায়ন জাহাঙ্গীর আলম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ নুরুল আলম সবুজের সঞ্চালায় অনুষ্ঠিত ওই সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন,সংবর্ধিত নেতা নোয়াখালী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির দপ্তর সম্পাদক ,লায়ন জাহাঙ্গীর আলম মানিক মহিলা কলেজের প্রতিষ্ঠাতা,সানজী গ্রুপের চেয়ারম্যান ও মেঘনা ব্যাংকের ঝুকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর মানিক। এ সময় উপস্থিত ছিলেন, কাবিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমিন উল্লাহ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সেক্রেটারী আবু তাহের, ৮নং ওয়ার্ড মেম্বার আবদুল রহিম সংরক্ষিত ৪,৫,৬ নং ওয়ার্ড মেম্বার জাহানারা বেগম, যুবলীগ নেতা মোঃ ফয়সল, ও সমাজসেবক আবদুর রশিদ প্রমুখ।