জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশে মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমায় ছাত্রলীগের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ ও সাধান সম্পাদক কুতুব উদ্দীনের সার্বিক সহযোগিতায় একটি মেডিকেল টিম বিনামূল্যে ইজতেমায় আসা ব্যক্তিদের ওষুধ ও ব্যবস্থা পত্র দিচ্ছেন। ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীরা অংশ নিচ্ছেন শনিবার ইজতেমা শেষ হবে।