মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তর ও বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মেহেরপুরের গাংনীতে অ্যাথলেটিক্স ও গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা ক্রীড়া কর্মকর্তা আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর হোসেন। এ সময় মেহেরপুর সদর উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মোঃ আনারুল ইসলাম, জোড়পুকুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী,ক্রীড়া শিক্ষক আহসান হাবীব সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।