খূরনার পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা ও তার স্কুল পড়-য়া মেয়েকে কুপিয়ে জখম করার অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত জুলফিকার গাজী সহ ৩ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকালে উপজেলার রাড়-লী ইউপি'র বাঁকা বাক গ্রামে।
থানায় মামলা ও স্থানীয় সূত্র জানিয়েছেন, ভিটেবাড়ীর আইল সিমানার জমি নিয়ে বাঁকার বাক গ্রামের জালাল উদ্দীন জোয়াদ্দার সাথে প্রতিবেশি নুর ইসলাম গাজীর পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালত পর্যন্তও গড়িয়েছে। ঘটনার পূর্বে প্রতিবেশী আবাসন বাসিন্দা এরশাদ জোয়াদ্দার নিজ বাগানের একটি কলার কান্দি কাটা নিয়ে জুলফিকার পরিবারের প্রতি ইঙ্গিত করে জালালের কাছে প্রতিকার দাবী করে। এর প্রতি উত্তরে জালাল জোয়াদ্দার দাবী করেন ওরা আমার জায়গায় ঘর বেঁধে বসে আছে আমি যাবো কোথায়? এ মন্তব্য শুনেই পাশ থেকে জুলফিকার ক্ষিপ্ত হয়ে জালালের সাথে তর্কে জড়িয়ে পড়ে। জালাল আভিযোগ করেন তর্কের একপর্যায়ে হাতে থাকা লাঠি ও দা দিয়ে জুলফিকার হামলা করে। এ সময় স্কুল পড়-য়া মেয়ে নিলা আক্তার বাবাকে বাঁচাতে এগিয়ে আসলে তার পেটে দায়ের কোপ বসিয়ে দিলে রক্তাক্ত জখম হয়। বর্তমানে বাবা-মেয়ে দু'জনে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এ ঘটনায় পুলিশ জুলফিকার (৩০) তার মা শাহিদা বেগম (৪৫) ও ভাবী শাহানারা বেগমকে আটক করেছেন। এ দিকে জালাল জোয়াদ্দার বাদী হয়ে জুলফিকার, তার বাবা নুর ইসলাম, মা শাহিদা, ভাবী শাহানারা, আতিয়ার গাজী সহ ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন, যার নং-১৪। ঘটনা সম্পর্কে জালালের পরিবার আরোও জানিয়েছেন, পরিস্থিতি ভিন্ন খাতে নিতে জুলফিকার নিজের বসত ঘরের একাংশ ভাংচুর করে ঘটনা ভিন্ন খাতে নিয়ে যাবার চেষ্টা করছেন। এ বিষয়ে ওসি মো. এজাজ শফী বলেন, মামলার ধৃত আসামীদের বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।