খুলনার পাইকগাছায় দুস্থ ও অসহায় নারীদের ভিজিডির তালিকায় নাম দেওয়ার কথা বলে ইউপি সদস্য ও তার সহযোগীর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ইউপি সদস্য আঃ সাত্তার উপজেলার গদাইপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদ¯্র। তবে টাকা দেওয়ার পরেও ভিজিডির তালিকায় নাম না উঠায় ক্ষুব্ধ ভূক্তভোগী জাহাঙ্গীর ও তার পরিবার। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ করবেন বলে জানিয়েছে। জানা যায়, আনুমানিক চার থেকে ৩মাস আগে গরিব অসহায় জাহাঙ্গীর ভিজিডির তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য ইউপি সদস্যের সাথে যোগাযোগ করেন। সে সময় মেম্বার ভূক্তভোগীর কাছে চার হাজার টাকা দাবী করেন। তাৎক্ষণিক ভাবে কাছে টাকা না থাকায় বাড়ি চলে যান জাহাঙ্গীর। পরে টাকা ম্যানেজ করে মেম্বারের সাথে যোগাযোগ করলে মেম্বারের খুব কাছের সু'পরিচিত একই ওয়ার্ডের সহযোগী ভনু গোলদারের ছেলে নূরআলী গোলদার এর কাছে টাকা জমা দিতে বলেন। সে মতে জাহাঙ্গীর এর মা নূরআলী গোলদার এর কাছে ৪ হাজার টাকা দেন। কিন্তু চুড়ান্ত তালিকায় জাহাঙ্গীর ও তার পরিবারের নাম না থাকায় ক্ষুব্ধ হন জাহাঙ্গীর পরিবার। এ ব্যাপারে জাহাঙ্গীর জানান, মেম্বারের কথা মতে নূরআলী আমাদের কাছ থেকে চার হাজার টাকা সাথে ছবি আইডি কার্ড এর ফটোকপি দেন। পরে জানতে পারি, চুড়ান্ত তালিকায় তার নাম নেই। এর বিচার চাই, আমার মতো গরিব অসহায় ব্যক্তির সাথে এ রকম কেনো করলো। একই ধরনের অভিযোগ করেন একই গ্রামের আরও সাত-আটজন নারী। এ'বিষয় নুরআলী গাজির কাছে জানতে চাইলে তিনি বলেন, সাত্তার মেম্বারের কথা মতে তাদের কাছ থেকে টাকা নিয়েছিলাম ঠিকই। কিন্তু কি'কারণে চুড়ান্ত তালিকায় নাম আসেনি তা জানার বাইরে। এ বিষয় ওয়ার্ড মেম্বার আঃ সাত্তার বলেন, এটা সম্পুর্ণ ভূয়া মিথ্যা বানোয়াট নির্বাচনের আগে আমাকে হেয়ও করার জন্য কিছু মানুষ আমার নামে মিথ্যা রটাছে।