কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে গ্রেফতার করেছে নোয়াখালীর ডিবি পুলিশ। বসুরহাট পৌরসভা মেয়রের কার্যালয়ে হামলা, গুলি বর্ষন, ভাংচুরের তান্ডবে বৃহস্পতিবার দুপুরে পৌর কর্মচারী মোঃ স্বপন বাদী হয়ে ৯৮জনের নাম উল্লেখ করে কোম্পানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। কোম্পানীগঞ্জে আইনশৃঙ্খলার রক্ষার্থে কয়েক প্লাটুন পুলিশ নিয়োগ করা হয়। ঐদিকে বসুরহাট বাজারের ব্যবসায়ীরা চরম আতঙ্কে রয়েছে বলে ব্যবসায়ী অভিযোগ করেন। ওদিকে আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ কোম্পানীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
অন্যদিকে বৃহস্পতিবার বিকেল ৪টায় সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদলকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে থেকে সাদা পোশাকধারী একদল ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে একাধিক সূত্রে জানা গেছে।
গত বুধবার রাতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী আরিফুর রহমান বাদী হয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খানকে প্রধান আসামি করে, সাধারণ সম্পাদক নুরনবী চৌধুরী কে দ্বিতীয় আসামীকে, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, স্থানীয় সাংবাদিক প্রশান্ত সুভাষ চন্দ্র, ইকবাল হোসেন মঞ্জু ও আমির হোসেনসহ ৯৭জনের নাম উল্লেখ করে আজ্ঞাত ১৫০-২০০শত কে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গত ৮ই মার্চ বিকেলে বসুরহাট রূপালী চত্বরে আবদুল কাদের মির্জার ব্যক্তিগত অফিস ভাংচুর ও ঐদিন রাতে বঙ্গবন্ধু চত্বরে আয়োজিত বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপনের মঞ্চ ভাংচুরের ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলা নাম্বার-১৩, তারিখ- ১০-০৩-২০২১ইং। এর সত্যতা যাচাইয়ের জন্য কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি ও ওসি তদন্ত রবিউল হককে বার বার মুঠো ফোনে যোগাযোগ করলে তারা ফোন রিসিভ করেননি।