প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিভুক্ত হয়ে যারা ভিন দেশে যায় নতুন পেশায় নিযুক্ত হতে তারা বৈধ কর্মযোগে নিযুক্ত হলেও হরেক রকম বিপর্যয়কেও মাথা পেতে নিতে হয়। আর অবৈধভাবে যারা পাচারকারীদের চক্রে পড়ে তাদের অত্যাচার আর নিপীড়নের চিত্র এত দুর্বিষহ আর নৃশংস যা ভাবতেও শিউরে উঠতে হয়। বিদেশে কর্মরত প্রবাসী নারীর অবস্থা আরও দমনপীড়নমূলক। একদিকে তারা পাচারকারীদের খপ্পরে পড়ে সর্বস্ব হারায়, বিপরীতে ভিন্ন দেশে গৃহকর্তা ও কর্ত্রীর নির্যাতনে মৃত্যুকেও আলিঙ্গন করতে হয় অনেক সময়। অথচ তাদের পাঠানো বৈদেশিক অর্থের মূল্যে যে রেমিটেন্স সমৃদ্ধ হয় তা দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার নিয়ামক শক্তি করোনার মহাদুর্বিপাকে বাংলাদেশে রেমিটেন্স আদায় বেশি হয়েছে। কিন্তু যারা তাদের মূল্যবান শ্রমশক্তির বিনিময়ে বিদেশ থেকে অর্থ দেশে পাঠাচ্ছে, সেসব হতভাগ্য নারীর অবস্থা কি মাত্রায় শোচনীয় তাও গণমাধ্যমে উঠে আসে প্রায়ই। এক তথ্য প্রতিবেদনে জানা যায়, গত ৫ বছরে লাশ হয়ে ফেরত এসেছেন ৪৮৭ জন নারী। আর বিদেশ থেকে আসা ৩৫% নারীই হরেক রকম নির্যাতন আর বঞ্চনার শিকার। ব্র্যাকের অভিবাসন কর্মসূচীর আওতায় এমন পর্যবেক্ষণে জানা যায়, প্রবাসে ১০ লাখ নারী কর্মী বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। লাশ হয়ে ফেরা ছাড়াও অত্যাচার আর নির্যাতনের শিকার হয়ে অনেক নারী শূন্য হাতেও দেশে চলে আসতে বাধ্য হন। মাত্রাতিরিক্ত নির্যাতনে বিপর্যস্ত নারী গৃহকর্মী মানসিক ভারসাম্য হারানোর তথ্যচিত্রও ব্র্যাকের জরিপে উঠে আসে। এত নৃশংসতার পরও এখনও বিদেশে যাওয়ার তীব্র আকাংক্ষা থেকে নারীরা মুক্তি পাচ্ছে না। নতুন স্বপ্নে সমৃদ্ধ ভবিষ্যত গড়ার প্রত্যাশায় দেশ থেকে বাইরে যাওয়ার সংখ্যা বাড়ছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসী নারীরা বিভিন্ন পেশায় নিযুক্ত হলেও বেশিরভাগ কাজ খুঁজে পায় সৌদি আরবে। তাদের পাঠানো অর্থে করোনার বহুল সংক্রমণের মধ্যেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। অর্থ পাঠানোর হিসাবে নারীরাও অনেকখানি এগিয়ে। ৬৯% নারীর বিপরীতে মাত্র ৩১% পুরুষ বিদেশ থেকে অর্থ পাঠান, যা মূলত ২/৩ অংশ নারীর। ব্র্যাকের পক্ষ থেকে জানা যায়, নারীরা মূলত তাদের অর্জিত আয়ের ৭০/৮০% দেশে পরিবারের কাছে পাঠিয়ে দেয়। অথচ তারা কাজ করতে গিয়ে যে মানবেতর জীবন যাপনকে মেনে নিতে বাধ্য হয় তা সত্যিই আশঙ্কাজনক। ৩৫% নারী তাদের কর্মস্থলে অত্যাচার ও ধর্ষণের যন্ত্রণাকাতর অবস্থার মুখোমুখি হন। সেখান থেকে মুক্তি পেতে তারা দেশে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আবার ৪৪% নারী কর্মী নিয়মিত তার রুজি রোজগারের টাকা না পাওয়ার অভিযোগ করেছেন। আর লাশ হয়ে ফিরে আসার সংখ্যাও কম নয়। মৃত্যু সনদে লেখা থাকে আত্মহত্যা, যার কোন প্রমাণ দেয়া হয় না। অবৈধভাবে যাওয়ার দামও দিতে হয় সংশ্লিষ্টদের চড়ামূল্যে অত্যাচার, নিপীড়ন ছাড়াও মূল্যবান প্রাণটুকু পর্যন্ত বিসর্জন দিয়ে। এসবের জরুরী অবসান হওয়া বাঞ্ছনীয়।