শেরপুরের নকলায় খোদেজা বেগম (৬০) নামে এক নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোদেজা বেগম ২ নং নকলা ইউনিয়নের ধনাকুশা গ্রামের বন্দেরবাড়ী এলাকার মৃত আশকর আলীর স্ত্রী। বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে খোদেজা বেগমের বসত ঘরের পাশে মাটির নিচে পুঁতে রাখা বস্তাবন্দি অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খোদেজা গত ৭ মার্চ রাতে নিখোঁজ হন। পর দিন ৮ মার্চ বৃদ্ধার ছেলে খোরশেদ আলী বাদি হয়ে নকলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার (১০ মার্চ) থেকে ওই নারীর ঘরের আশপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে আশেপাশের বাড়ীর লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বৃহস্পতিবার সকালে কুকুর মাটি খুড়ে লাশ বের করে ফেললে বস্তাবন্দি এ নারীর লাশের খোঁজ মিলে। নিহতের ছেলে খোরশেদ আলী মায়ের লাশ শনাক্ত করে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।