সরাইলের ৪টি বধ্যভূমির মধ্যে স্বাধীনতার ৪৮ বছর পর বিটঘর বধ্যভূমির সৌন্দর্য্য বর্ধন করেছেন ডিসি হায়াত-উদ-দৌলা খান। অবশিষ্ট ৩ টির সৌন্দর্য্য বর্ধন করে যুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নির্মম ভাবে হত্যার তথ্য সম্বলিত স্মৃতি ফলক লাগানোর প্রস্তাব দিয়েছেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান। স্থানীয় কিছু লোকের প্রতিবন্ধকতা বা বাঁধার কারণে বধ্যভূমি রক্ষণাবেক্ষনের কাজ না করতে পারার কথা করেছেন ইউএনও মো. আরিফুল হক মৃদুল। গতকাল দুপুরে সরাইলে বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকী, গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি সভায় এসব আলোচনা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল হক মৃদুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ইসমত আলী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, একই কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বায়তুল হোসেন খন্দকার, অরূয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মুখলেছুর রহমান, সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিন, সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, যুবলীগের সাবেক সভাপতি মো. মাহফুজ আলী ও যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী আমিনুল ইসলাম শেলভী। সভায় আগামী ১৭ই মার্চ জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্মদিন ও ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপনের কর্মসূচি সমূহ আলোচনা করেন ইউএনও। সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে যথাযোগ্য মর্যাদায় দিবস গুলো পালনের আহবান জানানো হয়। ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস করোনা কালে গত বছরের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আকারে অনুষ্ঠান করার নির্দেশ দেয়া হয়। সভায় জাতীয় দিবস সমূহে সরাইলের বেশ কিছু প্রতিষ্ঠান ও সংস্থা জাতীয় পতাকা যথাযথভাবে উত্তোলন না করতে পারার বিষয়ে আলোচনা হয়েছে। সেই সাথে ৪৮ বছর পর যার উদ্যোগে পরিশ্রমে বিটঘর বধ্যভূমির সৌন্দর্য্য বর্ধন হয়েছে তিনিই হচ্ছেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। ডিসিই যেন আগামী ২৫ মার্চ ওই বধ্যভূমির উদ্বোধন করে শহিদ জায়া মালেকার শেষ ইচ্ছে পূরণ করেন এ বিষয়ে সিদ্ধান্ত হয়। পরে বক্তারা সরাইলের ধর্মতীর্থ, কোচনী ও শাহবাজপুর বধ্যভূমিতে ২৫ মার্চের আগে উল্লেখযোগ্য কিছু কাজ করার প্রস্তাব রাখেন। ইউএনও বলেন, দেশের জন্য লড়াই করতে গিয়ে যারা গণহত্যার শিকার হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমাদের দায়িত্ব। সরাইলের গণহত্যার স্থান সমূহে কাজ করার যথেষ্ট ইচ্ছে আমাদের আছে। কিন্তু স্থানীয় বিভিন্ন ধরণের বাঁধার কারণে আমরা করতে পারছি না। তবে এবার প্রত্যেকটি বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলনের প্রস্তাব রাখেন ইউএনও।