কুষ্টিয়ার দৌলতপুরে কুষ্টিয়ার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলামের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আর্ত, সামাজিক সহ সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, সোনালী খাতুন আলেয়া টিপু নেওয়াজ, অধ্যক্ষ সাদিকুজ্জামান খান সুমন শিক্ষক মোঃ মজিবর রহমান, ফিরোজ খান নুন, এমতবিনিয়ম সভায় জেলা প্রশাসক মেহাম্মদ সাইদুল ইসলাম কে দৌলতপুরের উপজেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় এতে উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান বৃন্দ শিক্ষক সাংবাদিক এনজিও প্রতিনিধি।