মেহেরপুর সরকারি কলেজ মাঠে তিন দিন ব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। ১৩ই মার্চ আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে। ইজতেমায় বয়ান পরিবেশন করবেন ঢাকার কাকরাইলের ইসলামি বক্তা এবং দেশ বিদেশ থেকে ইসলামি চিন্তবিদরা আশার কথা রয়েছে। জেলার বিভিন্ন গ্রাম থেকে মুসল্লিরা এ আঞ্চলিক ইজতেমা মাঠে উপস্থিত হওয়া শুরু হয়েছে।
মেহেরপুরে পুলিশ সুপার এসএম মুরাদ আলি জানান, ইজতেমা মাঠে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশের পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। আগামী শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে তিন দিনের এ আঞ্চলিক ইজতেমা।