যারা দেশের স্বাধীনতাই চায়নি, তারা এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে এমনটা আশা করা যায় না, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চোখের চিকিৎসা খুবই ব্যয়বহুল। সাধারন মানুষকে টেলি মেডিসিনের মাধ্যমে চোখের রোগের চিকিৎসা দিতেই সরকার কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করছে। আমরা চিকিৎসাসেবা মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিতেই অক্লান্ত পরিশ্রম করছি। গতকাল বৃহষ্পতিবার সকালে পীরগঞ্জ উপজেলা অডিটরিয়াম হলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫টি বিভাগের ২০ জেলার ৭০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন। এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, সিভিল সার্জন ডাঃ হিরম্ব কুমার রায়, জেলা পরিষদের চেয়ারম্যান সাফিয়া খানম, উপজেলা চেয়ারম্যান নুর মোঃ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, আ.লীগ সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, পীরগঞ্জের মেয়র তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাঃ রুহুল আমিনসহ জেলা ও উপজেলা আ.লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী রংপুরের পীরগঞ্জ, চাঁপাই নবাবগঞ্জের নাচোল ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার প্রশাসন ও সুবিধাভোগীদের সাথে কথা বলেন।