রংপুরের পীরগঞ্জ উপজেলার রায়পুর বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্র্যাক সামাজিক ক্ষমতায়নের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে আলোচনা সভা,চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন করা হয়। “করোনাকালে নারী নেতৃত্ব,গড়বে নতুন সমতার বিশ্ব”প্রতিপাদ্যকে ধারন করে পল্লী সমাজ সংগঠনের সদস্যাবৃন্দ এতে অংশ নেয়। নারী ও শিশু সহিংসতা রোধ,বাল্য বিবাহ,.নারী নেতৃত্ব বিকাশের মাধ্যমে ক্ষমতায়ন নিশ্চিত করা,তৃনমুল পর্যায়ে নারীদের সংগঠিত করা মহামারী কোভিট-১৯ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি,গৃহস্থলী কার্যক্রম পরিচালনার পাশাপাশি পরিকল্পনাতেও নারী নেতৃত্ব সন্তান পালন,বয়জ্যেষ্ঠদের সেবা প্রদানের ক্ষেত্রে নারী পাশাপাশি পুরুষের অংশ গ্রহনসহ নারীর ক্ষমতায়নের বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা আলম রীনা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-কর্মসুচির রংপুর জেলা ব্যাবস্থাপক জলিলুর রহমান,বালুয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুল ইসলাম,উপজেলা সমন্ময়ক এমদাদুল হক ও পল্লী সমাজের নেতৃ রত্না আখতার প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।