রংপুরে খালার বাড়িতে বেড়াতে এসে নয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন।
বুধবার (১০ মার্চ) নগরীর ৩২ নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় খালুর ছোট ভাইয়ের হাতে ধর্ষণের শিকার হয় শিশুটি।
এ ঘটনায় অভিযুক্ত মকবুলকে (৩০) আটক করেছে তাজহাট থানা পুলিশ। আটককৃত মকবুল মোল্লাপাড়ার আনিছার রহমানের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নগরীর এরশাদনগরের বাসিন্দা ভুক্তভোগী শিশু (৯) তার খালার বাড়ি মোল্লাপাড়ায় বেড়াতে আসে। বুধবার দুপুরের দিকে বাড়িতে একা পেয়ে সুযোগ বুঝে খালুর ছোট ভাই মকবুল তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে তার খালুসহ আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতেই মকবুলকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এলাকাবাসীর অভিযোগ, মকবুল দেহব্যবসা সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপে যুক্ত। তার বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।
রংপুর মেট্টোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছি।