ঝালকাঠির আমুয়া-কাঠালিয়া-রাজাপুর আঞ্চলিক মহা সড়কের সাতানী বাজার সংলগ্ন খালের আয়রন ব্রীজটি ‘‘সাতানী ব্রীজ’’ ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় কাঠালিয়া উপজেলার সাথে জেলা সদর ঝালকাঠি ও বরিশালসহ সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। গতকাল (১০ মার্চ) দুপুরে রাজাপুর থেকে আসা এ সড়কের উন্নয়ন কাজে ব্যবহৃত পাথর ভর্তি একটি ট্রাক ব্রীজ দিয়ে পারাপারকালে ব্রীজ ভেঙ্গে ট্রাকটিসহ ব্রীজের মাঝের অশং খালের মধ্যে পড়ে যায়। তবে ট্রাকের ড্রাইভার ও হেলপার কৌশলে খালে ঝাঁপ দিয়ে পড়ার কারণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ব্রীজটি বিধ্বস্ত হওয়ার কারণে বুধবার দুপুর থেকে গুরুত্বপূর্ণ এ সড়কের সকল যান চলাচল বন্ধ রয়েছে। ব্রীজটি ভেঙ্গে যাওয়ায় উপজেলাবাসীসহ সকল পথচারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
কাঠালিয়া থানা কর্মকর্তা ইনার্জ পুলক চন্দ্র রায় জানান, বুধবার দুপুরে পাথরভর্তি একটি ট্রাক ব্রীজের উপর দিয়ে পার হওয়ার সময় ব্রীজটি ভেঙ্গে ট্রাকটি খালে পড়ে যায়, তবে ট্রাকে আরহীদের কোন ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।