নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়ে গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় মিজানুর রহমান বাদল অনুসারীরা বসুরহাট পৌরসভার চর্তুদিকে ঘেরাও করে আবদুল কাদের মির্জার নেতাকর্মীদের উপর হামলা ও গুণিবর্ষন করে। এতে ১৩জন গুলিবিদ্ধসহ ৬০জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে ১জন নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। বুধবার বসুরহাট পৌরসভায় ভোর ৬ টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
সরে জমিনে গিয়ে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ৯টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা কার্যালয়ে মিজানুর রহমান বাদল সমর্থিত ১০০/১৫০জন হামলা করে গুলি, ককটেল বিষ্ফোরণ ও ভাংচুর করে। এতে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৩জন গুলিবিদ্ধসহ ৬০ জন নেতাকর্মী আহত হয়। গুলিবিদ্ধ মোঃ আলা উদ্দিন (২৭) নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু বরণ করেন। বাকী ১২জন নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন হৃদয়সহ আশংকাজনক ৭জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত অন্যান্যের কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় ১০ রাউন্ড গুলি ছুঁড়ে। সন্ত্রাসীদের গুলিতে বসুরহাট পৌরসভার বারিন্দা ও টয়লেট রক্তাক্ত হয়ে যায় এবং পৌরসভার অফিসের জানালার কাঁচ ভেঙ্গে যায়। মেয়র আবদুর কাদের মির্জাকে নেতাকর্মীরা মানব প্রাচীর করে রক্ষা করেন। র্যাব-১১, দাঙ্গা পুলিশ, ডিবি পুলিশ, বসুরহাট বাজারে টহল দিচ্ছে। পৌরসভার বিভিন্ন রাস্তায় গাছ ফেলে অবরোধ করা হয়। পরে পুলিশের সহযোগিতায় গাছ গুলো সরিয়ে নেওয়া হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় ২টি মামলা দায়ের করা হয়। ৯৮ জনের নাম উল্লেখ করে ২৫০জনের নামে পুলিশ বাদী হয়ে ১টি মামলা হয়েছে। অপরদিকে উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খানের সহ-ধর্মিনি আরজুমান পারভীন বাদী হয়ে ১০৫ জনের নামে আরেকটি মামলা দায়ের করা হয়।
বসুরহাট ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ কোম্পানীগঞ্জ থানা ও উপজেলা প্রশাসনকে গত মঙ্গলবার ১৪৪ ধারা জারি করার অনুরোধ করলেও প্রশাসন তা নজরে আনেনি। এ ঘটনার পর বুধবার ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন। বসুরহাট বাজারে অনেক দোকানপাট বন্ধ রয়েছে। হাজার হাজার নেতাকর্মী মেয়র আবদুল কাদের মির্জা দেখতে বসুরহাট পৌরসভায় ভিড় জমান।
পুলিশ মঙ্গলবার রাতে গোলাগুলির ঘটনায় ২৮জনকে আটক করে। আটককৃতরা হলো- সাবেক উপজেলার চেয়ারম্যান বজু মিয়ার ছেলে মিল্টন (২৯), ফেন্সি লিটন (৩৬), আবু নাছের (৩৫), মোঃ বাহাদুর (৩০), মোছলে উদ্দিন (২৪), আলমগীর (২৮), আবদুল মালেক (৩০), মোঃ রাহাত (৩৯), আবদুল আমিন (২৫), আনোয়ার হোসেন (৪০), আজিজুল হক ( ৩৯), মোশারেফ হোসেন (৩৭), শাহাব উদ্দিন ( ২৭), আবদুল হাই ( ২২), নোবেল ( ২৯), সুজায়েত উল্যাহ ( ২৭), সুমন (৩৬), মিনার (২৬), ফয়েজ উল্যাহ ( ২৩), বিক্রম ( ২৮), পায়েল (২০), ফয়সল ( ৩২), আরমান ( ৩৯), হৃদয় ( ২৪), সজিব ( ২৪), আকাশ (২৬), আনোয়ারুল ইসলাম (৩৯)। বসুরহাট বাজারে থমথমে অবস্থা বিরাজ করছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনিন জানান, পুলিশের ওপর হামল, গোলাবারুদ ও বিষ্ফোরণ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১টি মামলা ও আরজুমান পারভীন বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করা হয়। ২৮জনকে আটক করা হয়েছে।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, নোয়াখালী সদরের এমপি একরামুল করিম চৌধুরীর নির্দেশে পুলিশের ছত্রছায়া সন্ত্রাসী বাদল, রাহাত, মাহবুব রশিদ মঞ্জু, চরএলাহী ইউনিয় চেয়ারম্যান আবদুর রাজ্জাক, চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন, জাহেদুল হক কচি, মাহবুবুর রহমান আরিফসহ ৮০/১০০জন সন্ত্রাসী মঙ্গলবার রাতে আমাদের অফিসে অতর্কিত হামলা করে, গুলি, বোমা বিষ্ফোরণ করে আমাকে হত্যার উদ্দেশ্যে ব্যাপক তান্ডব চালায়। তিনি আরও বলেন, সোমবার সন্ত্রাসীরা আমার ব্যক্তিগত অফিসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবিসহ আসবাবপত্র ব্যাপক ভাংচুর করে এবং মূল্যবান কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি।
নিহত আলা উদ্দিন উপজেলার চরফকিরা ইউনিয়নের চরকালী গ্রামের মুমিনুল হকের ছেলে। নিহত আলা উদ্দিনকে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ময়না তদন্ত শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য,
নোয়াখালীর কোম্পানীগঞ্জ সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ আ.লীগের দু’গ্রুপের দখল নিয়ে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, রাতভর গুলি ও লাঠি মিছিল আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী। বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও বঙ্গবন্ধুর শতবর্ষ উৎসব মেলায় হামলা ও লুটপাট।
জানা যায়, উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান বসুরহাট রূপালী চত্বরে কেন্দ্রীয় কার্যালয়ে তার নিজস্ব ঘরের ভিতরে আ.লীগের উপজেলা কার্যালয় উদ্বোধন করার জন্য কিছু নেতাকর্মী নিয়ে যান। এ সময় খবর পেয়ে বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বাঁধা প্রদান করেন। এদেরকে বের হতে বললে তারা জোর পূর্বক ঐ নতুন অফিস করার জন্য প্রস্তুতি নিতে চায়। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তাদেরকে বের হতে যেতে বললে তারা বের হয়ে যায়। যাওয়ার পথে বাহিরে থাকা আ.লীগের কিছু নেতাকর্মীরা তাদের কাউ কাউকে উত্তম মধ্যম মারধর করে চলে যেতে বলে। এতে ৪-৫জন আহত হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। এ সময় হঠাৎ দেখা গেল খিজির হায়াত খান ঐ নতুন অফিস করার ঘরে বসে থাকেন। বসে বসে মোবাইল করেন বিভিন্ন জায়গায়। এ সময় খবর পেয়ে মেয়র আবদুল কাদের মির্জা এসে ঐ ঘরের ঢুকে খিজির হায়াত খানকে বলেন আপনি এখান থেকে চলে যান, কেন বসে রয়েছেন? আপনি বসে থাকলে হট্টগোল হবে। তাতেও তিনি বের হতে রাজি নন। তখন মেয়র মির্জা তাঁকে বুকে জড়িয়ে ধরে ঐ ঘর থেকে বের করে আনেন। এ সময় নেতাকর্মীদের বলতে শুনা গেছে খবরদার ওঁর গায়ে কেউ হাত দিবে না। তিনি এ অবস্থায় নেতাকর্মীদের ভিতর দিয়ে ১০০গজ দূরে নিয়ে একটি রিক্সায় উড়িয়ে দেন। কিছুক্ষণ শান্ত থাকে রূপালী চত্বর। এরপর ফেইসবুকে খিজির হায়াতের পাঞ্জাবী ছেড়া অবস্থায় ছবি কে বা কাহারা ছেড়ে দিলে শুরু হয় আবার উত্তেজনা। তারপর আ.লীগের খিজির হায়াতের নেতাকর্মী ও মেয়র আবদুল কাদের মির্জার নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দেখা গেল খিজির হায়াতের কর্মীরা ধাওয়া গেয়ে কোম্পানীগঞ্জ থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে খিজির হায়াত সমর্থকেরা লাঠি, শোঠা, গুলি নিয়ে বসুরহাট বাজারে প্রধান প্রধান সড়কে মিছিল বের করে। এ সময় তারা বসুরহাট বাজারে ও বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু মুর্যাল ও বঙ্গবন্ধু শতবর্ষ মেলায় কয়েক রাউন্ড গুলি ও ভাংচুর করে পালিয়ে যায়।
হামলার ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, আমাকে আবদুল কাদের মির্জা আমার ঘর থেকে জোর পূর্বক জড়িয়ে ধরে নিয়ে যায়। এ সময় তার সাথে বাহিরে থাকা নেতাকর্মীরা পকেট মারের মত আমাকে মারধর করে।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা জানান, খিরিজ হায়াতের কথাটি সত্য নয়। আমি উনাকে বুকে জড়িয়ে ধরে বের করে এবং কোন নেতাকর্মী তার গায়ের যেন হাত না দেয় বার বার সতর্ক করে সরিয়ে দিয়েছি। এরপর একটি রিক্সায় তুলে দেয়েছি বাড়িতে চলে যাওয়ার জন্য।