দিঘলিয়া উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে প্রতি বছর ডিমা- চার্জের নামে লাখ লাখ টাকা মাসিক বিলের সাথে আদায় করছে। কিন্তু বিদ্যুৎ গ্রাহকদের কনো ডিমা- চার্জ দিতে হচ্ছে তা আজও গ্রাহকদের কাছে অজ্ঞাত।
দিঘলিয়া উপজেলার বিদ্যুৎ গ্রাহকদের সূত্রে জানা যায়, ওজোপাডিকো খুলনা ডিভিশন একসময় সেবা প্রতিষ্ঠান ছিল। বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ বিভাগের বৈদ্যুতিক খুঁটিসহ সকল সুযোগ সুবিধা আর্থিক বিনিময় ছাড়া পেত।কিন্তু বর্তমানে বিদ্যুৎ বিভাগের সকল প্রকার সুযোগ সুবিধা টাকার বিনিময়ে নিতে হয়। উল্লেখ্য যে বৈদ্যুতিক খুঁটিসহ লাইন নেওয়া বা পরিবর্তন করা,মিটার সংযোগ নেওয়া বা পরিবর্তন করা অৎবা স্থানান্তরিত করা, লাইন মেরামত করা সহ সকল কাজে দিঘলিয়ার বিদ্যুৎ গ্রাহকদের আলাদা ভাবে অর্থ খরচ যোগাতে হয়।
তাহলে দিঘলিয়া উপজেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসে প্রত্যেক বিদ্যুৎ গ্রাহকের বিলের সাথে ডিমা- চার্জ বাবদ ৬০ টাকা করে আদায় করছে।এ ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিবেদক দিঘলিয়া উপজেলার কয়েকজন বিদ্যুৎ গ্রাহকের সাথে সরেজমিনে যোগাযোগ করে ও তাদের বিদ্যুৎ বিল দেখে তাদের অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। এ ব্যাপারে ওজোপাডিকো খুলনা ডিভিশন -৩ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।