নোযাখালীর সেনবাগে মোঃ আলী হোসেন প্রকাশ নোমান (১২) নামের এক মাদরাসা ছাত্রকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগে সেনবাগ সেনবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করার খবর পাওয়া গেছে।
জানাগেছে সেনবাগ উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের ভূঁইয়ার দিঘী রাস্তার মাথা এলাকায় অবস্থিত মহিউল ইসলাম হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক মোঃ শাহাদাত হোসেন মঙ্গলবার সকালে ওই মাদরাসার ছাত্র মোঃ আলী হোসেন প্রকাশ নোমান (১২) কে বেত্রাঘাত করে রক্তাক্ত জখম করে। বিষয়টির প্রতিকার চেয়ে পরিবারের পক্ষ থেকে মাদরাসা কতৃপক্ষ সহ স্থানীয় প্রভাবশীদের জানান। কিন্তু ওই ঘটনার কোন সুষ্ঠু বিচার না পেয়ে জখমী ছাত্র নোমানের চাচা মোঃ আবদুল করিম বাদী মঙ্গলবার (৯মার্চ)রাতে শাহাতাদকে অভিযুক্ত করে সেনবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এব্যাপারে যোগাযোগ করলে, ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার কর্মকর্তা ইনচাজর্ (ওসি) মোঃ আবদুল বাতেন মৃধা জানান বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।