কুমিল্লায় রেললাইনের পাশ থেকে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১০ মার্চ) সকালে ঢাকা চট্টগ্রাম রেললাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির নাম মুন্নি (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক। এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে হত্যার পর দুর্বৃত্তরা রেললাইনের পাশে মরদেহ রেখে গেছেন। তার শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
ওসি আনোয়ারুল হক আরও জানান, ঢাকাণ্ডচট্টগ্রাম রেললাইনের কুমিল্লার সদর উপজেলার মুড়াপাড়া এলাকায় মরদেহ দেখে এলাকাবাসী সংবাদ দেয়। পরে কুমিল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে। আর মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।