নোয়াখালী সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর গ্রামের তৈহিদা রহমান ভিলেজের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোঃ আবুল বাশার (৬০) নামের এক বৃদ্ধ ভিক্ষুকের নিহত হয়েছে। নিহত আবুল বাশারের বাড়ি উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের নজরপুর গ্রামে। সে ওই গ্রামের মমতাজ মিয়া মুন্সি বাড়ির মমতাজ মিয়ার ছেলে। বুধবার সকাল ১০ টারদিকে সেনবাগ সোনাইমুড়ী সড়কের সেনবাগ পৌরসভার উত্তর সাহাপুর তৈহিদা রহমান ভিলেজের সামনে ওই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান সকাল ১০ টারদিকে পৌরসভা অজুর্নতলা গ্রামের হক সাবের ছেলে রনির দ্রুতগতির মোটরসাইকেল ওই বৃদ্ধ ভিক্ষুক আবুল বাশারকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের প্রেরণ করলেও কোন দায়িত্ব শীল না থাকায় সেখানেই তার মৃত্যু হয়।
যোগাযোগ করলে সেনবাগ থানার ওসি আবদুল বাতেন মৃধা মৃধা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন।