নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় বসুরহাটে সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
হতাহতের ঘটনায় থমথমে পুরো এলাকা। গতকাল বিকেল ও রাতে দুই দফা সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ১৫ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।
সোমবার বিকেলে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানকে মারধরের অভিযোগ ওঠে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও তার সমর্থকদের বিরুদ্ধে।
এর প্রতিবাদে মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেন বীর মুক্তিযোদ্ধারা। আর বিকেলে বসুরহাটের রূপালী চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ও তার সমর্থকরা।