ইন্দুরকানীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উপজেলা শাখা ও কলেজ শাখার আহ্বায়ক কমিটি দেওয়ায় আনন্দ মিছিল করা হয়। মঙ্গলবার বিকালে উপজেলা ছাত্রদলের কার্যালয়ে থেকে সদ্যঘোষিত উপজেলা শাখার আহ্বায়ক আল আমিন হোসেন ও সদস্য সচিব সাদিকুল ইসলাম এবং কলেজ শাখার আহ্বায়ক বরকত উল্লাহ ও যুগ্ন আহ্বায়ক রিয়াজুল ইসলাম শুভর এর নেতৃত্বে একটি আনন্দ মিছিল করেন। পরে আনন্দ মিছিলের শেষে ছাত্রদলের কার্যালয় আলোচনা সভা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক মোঃ সাইমুন আহম্দে, মোঃ শাহিন ফরাজী, মোঃ কালাম শেখ, তরিকুল ইসলাম তরুন, কানিজ ফাতেমা কেয়া, রাকিব,কলেজ শাখার যুগ্ন আহবায় সবিন শিকদার, সাবেক কলেজ শাখা সভাপতি জুয়েল রানা, ছাত্রনেতা মহরাজ, সাইফুল, সাকিল, তরিকুল ইসলাম বাবু, রহিম, নাদিম, প্রমুখ।