ইন্দুরকানীতে জামায়াত নেতার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র সংগ্রহের ট্রেজারী চালান ছিনতাইয়ের অভিযোগ। মঙ্গলবার দুপুরে উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান বালিপাড়া ইউনিয়ন পরিষদ ১১ এপ্রিল এর নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন পত্র সংগ্রহের জন্য উপজেলা নির্বাচন অফিসে যাচ্ছিলেন। এর আগে তিনি সোনালী ব্যাংকে ৫ হাজার ৫শ টাকার ট্রেজারী চালানের মাধ্যমে জমা দেন। হাবিবুর রহমান জানান, ‘ট্রেজারী চালানের ফর্মসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আমি উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপস্থিত হলে ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী আমার শালা আবুল কালাম গাজীর নিকট থেকে চালান ফর্মসহ অন্যান্য কাগজপত্র ছিনিয়ে নেয়। আমি গত ইউপি নির্বাচনেও সরকার দলীয় লোকের কারণে মনোনয়নপত্র জমা দিতে পারি নাই।’ তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান ছগির বলেন, ‘ছাত্রলীগের বিরুদ্ধে জামায়াত নেতার অভিযোগ সত্য নয়। জামায়াতের কাজ সব সময় অপপ্রচার ও গুজব সৃষ্টি করা। আগামী নির্বাচনকে বিতর্কিত করতে চায় তারা।’
উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকোনুজ্জামন খান জানান আমি জেলা নির্বাচন সংক্রান্ত একটি মত বিনিময় সভায় উপস্থিত ছিলাম, এ ঘটনা আমি জানি না।