কুষ্টিয়ার তামাক চাষীদের নিরুৎসাহিত করতে বিদেশী বহুজাতিক তামাক কোম্পানীর বিরুদ্ধে দেশীয় তামাক কোম্পানি সহ আবুল খায়ের কোম্পানি দ্বারা পারিচালিত ও পরিকল্পিত ৮ই মার্চ গণঅনশন কর্মসূচি পালন করেছে বলে অভিযোগে প্রকাশ। আবুল খায়ের কোম্পানীর মাঠকর্মী ইদ্রিস আলী, শাহীন, মমিন ও মিজানুরের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এদিকে দেশীয় কোম্পানি গুলো তামাক আবাদের শুরুতে চাষীদের তামাক ক্রয় করার প্রতিশ্রুতি দিলেও কোম্পানি গুলোর কাছে চাষীরা তাদের উৎপাদিত তামাক বিক্রী করতে পারেনী অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীগুলো ন্যায্য মূল্যে চাষীদের তামাক ক্রয় অব্যহত রাখেন। কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় অবস্থিত একটি দেশীয় কোম্পানি গত বছর নাম মাত্র মূল্যে তামাক ক্রয় করে অথচ বিদেশী বহুজাতিক কোম্পানীগুলো চাষীদের নিকট থেথে সর্বোচ্চ ন্যায্যমূল্যে তামাক ক্রয় করে। আরও অভিযোগে প্রকাশ এসব দেশীয় কোম্পানীগুলো তামাক চাষীদের মধ্যে বিভ্রান্তি ছড়াতে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যে উল্লেখ্য বিদেশী বহুজাতিক তামাক কোম্পানি বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ রাজস্বসহ ট্যাক্স প্রদান করে থাকে।