নোয়াখালীর কোম্পানীগঞ্জ সোমবার সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত কোম্পানীগঞ্জ আ.লীগের দু’গ্রুপের দখল নিয়ে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া, রাতভর গুলি ও লাঠি মিছিল আতঙ্কে ব্যবসায়ী ও এলাকাবাসী। বঙ্গবন্ধু ম্যুরাল, বঙ্গবন্ধুর ছবি ভাংচুর ও বঙ্গবন্ধুর শতবর্ষ উৎসব মেলায় হামলা ও লুটপাট।
জানা যায়, উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান বসুরহাট রূপালী চত্বরে কেন্দ্রীয় কার্যালয়ে তার নিজস্ব ঘরের ভিতরে আ.লীগের উপজেলা কার্যালয় উদ্বোধন করার জন্য কিছু নেতাকর্মী নিয়ে যান। এ সময় খবর পেয়ে বসুরহাট পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জা ও আ.লীগের নেতাকর্মীরা উপস্থিত হয়ে বাঁধা প্রদান করেন। এদেরকে বের হতে বললে তারা জোর পূর্বক ঐ নতুন অফিস করার জন্য প্রস্তুতি নিতে চায়। এ সময় বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তাদেরকে বের হতে যেতে বললে তারা বের হয়ে যায়। যাওয়ার পথে বাহিরে থাকা আ.লীগের কিছু নেতাকর্মীরা তাদের কাউ কাউকে উত্তম মধ্যম মারধর করে চলে যেতে বলে। এতে ৪-৫জন আহত হয় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে চলে যায়। এ সময় হঠাৎ দেখা গেল খিজির হায়াত খান ঐ নতুন অফিস করার ঘরে বসে থাকেন। বসে বসে মোবাইল করেন বিভিন্ন জায়গায়। এ সময় খবর পেয়ে মেয়র আবদুল কাদের মির্জা এসে ঐ ঘরের ঢুকে খিজির হায়াত খানকে বলেন আপনি এখান থেকে চলে যান, কেন বসে রয়েছেন? আপনি বসে থাকলে হট্টগোল হবে। তাতেও তিনি বের হতে রাজি নন। তখন মেয়র মির্জা তাঁকে বুকে জড়িয়ে ধরে ঐ ঘর থেকে বের করে আনেন। এ সময় নেতাকর্মীদের বলতে শুনা গেছে খবরদার ওঁর গায়ে কেউ হাত দিবে না। তিনি এ অবস্থায় নেতাকর্মীদের ভিতর দিয়ে ১০০গজ দূরে নিয়ে একটি রিক্সায় উড়িয়ে দেন। কিছুক্ষণ শান্ত থাকে রূপালী চত্বর। এরপর ফেইসবুকে খিজির হায়াতের পাঞ্জাবী ছেড়া অবস্থায় ছবি কে বা কাহারা ছেড়ে দিলে শুরু হয় আবার উত্তেজনা। তারপর আ.লীগের খিজির হায়াতের নেতাকর্মী ও মেয়র আবদুল কাদের মির্জার নেতাকর্মীরা ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এ সময় দেখা গেল খিজির হায়াতের কর্মীরা ধাওয়া গেয়ে কোম্পানীগঞ্জ থানার সামনে গিয়ে অবস্থান নেয়। সেখানে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জের বিভিন্ন ইউনিয়ন থেকে খিজির হায়াত সমর্থকেরা লাঠি, শোঠা, গুলি নিয়ে বসুরহাট বাজারে প্রধান প্রধান সড়কে মিছিল বের করে। এ সময় তারা বসুরহাট বাজারে ও বসুরহাট জিরো পয়েন্টে বঙ্গবন্ধু মুর্যাল ও বঙ্গবন্ধু শতবর্ষ মেলায় কয়েক রাউন্ড গুলি ও ভাংচুর করে পালিয়ে যায়।
হামলার ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি খিজির হায়াত খান বলেন, আমাকে আবদুল কাদের মির্জা আমার ঘর থেকে জোর পূর্বক জড়িয়ে ধরে নিয়ে যায়। এ সময় তার সাথে বাহিরে থাকা নেতাকর্মীরা পকেট মারের মত আমাকে মারধর করে।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা জানান, খিরিজ হায়াতের কথাটি সত্য নয়। আমি উনাকে বুকে জড়িয়ে ধরে বের করে এবং কোন নেতাকর্মী তার গায়ের যেন হাত না দেয় বার বার সতর্ক করে সরিয়ে দিয়েছি। এরপর একটি রিক্সায় তুলে দেয়েছি বাড়িতে চলে যাওয়ার জন্য।