ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেইট থেকে বিওসিঘাট পর্যন্ত প্রায় একেিলামিটার রাস্তার নির্মানকাজ আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ^াস।
দুইকোটি ৬লাখ টাকা ব্যায়ে এই প্রকল্প বাস্তবায়ন করছে খাদ্য অধিদপ্তর।উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে কাজটি পায় ডকইয়ার্ড এ- ইঞ্জিনিয়ারিং লিমিেিটড বাংলাদেশ নৌবাহিনী। ডকইয়ার্ড এ- ইঞ্জিনিয়ারিং লিমিেিটড বাংলাদেশ নৌবাহিনী ঠিকাদারী প্রতিষ্ঠান তমা কন্সট্রাকশন লিমিটেডকে কাজটি বাস্তবায়ন করার জন্য দায়ীত্ব দেয়্।অনেক জল্পনা-কল্পনার অকবসান ঘটিয়ে বহু প্রতিক্ষিত এই রাস্তার কাজ শুরু হওয়ায় আশুগঞ্জবাসী অনেক উচ্চাস আনন্দিত এবং আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।এলাকাবাসী বলছে শেষ পর্যন্ত আশুগঞ্জ রেলগেইট থেকে বিওসিঘাট পর্যন্ত প্রায় এককিলোমিটার রাস্তার নির্মানকাজ শুরু হওয়ায় আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সিকে আন্তরিকভাবে দেন। আবুল কালাম নামে আশুগঞ্জ শহরের একজন বাসিন্দা জানান, আশুগঞ্জ রেলগেইট থেকে বিওসিঘাট পর্যন্ত প্রায় একেিলামিটার রাস্তার কাজটি হোক দীর্ঘদিনের আশুগঞ্জ শহরের বাসিন্দাদের দাবী ছিল। শেষ পর্যন্ত কাজ শুরু হওয়ার আশুগঞ্জ শহরের হাজার লোকের আশা পুরন হয়েছে।