কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা প্রাশাসনের আয়োজনে সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য এ্যাড. আ:কা:ম: সরওয়ার জাহান বাদশা, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, অধ্যক্ষ্য সাদিকুজ্জামান খান সুমন সমাজ সেবা কর্মকর্তা আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া। এ আলোচনা সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।