“করোনা কালে নারী নেতৃত্ব” “গড়বো নতুন বিশ^” এই শ্লোগানকে ধারণ করে নোয়াখালীল সেনবাগে আন্তর্জাতিক নারী দিবস পালন করেছে “ কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার ” (কোডেক)।
এউপলক্ষে সোমবার( ৮মার্চ) বিকেলে ছমির মুন্সির হাট কোডেকের কার্যালয়ে স্থানীয় শাখা ব্যবস্থাপক মোঃ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন -কোডেকের নোয়াখালী জেলা সিনিয়র জোনাল কর্মকর্তা মোঃ সায়েদুল ইসলাম, বিশেষ অতিথি এলাকা ব্যবস্থাপক (বেগমগঞ্জ ) নুর কামরুল আলম, সেনবাগ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী সহ কোডেকের নারী সদস্যবৃন্দ। অতিথিরা চলমান মহামারি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা ও সরকারী নির্দেশনা গুলির প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য প্রদান করেন৷