ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক হত্যার বিচার দাবী ও শ্রমিক নেতা রুহুল আমিনর জামিনের দাবীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
সোমবার (৮ই মার্চ) বিকাল সাড়ে ৪টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে বাসদ (মার্কসবাদী) পাঠক ফোরাম নোয়াখালী জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন, দলের জেলা সমন্বয়ক তারকেশ্বর দেবনাথ নান্টু, কেন্দ্রীয় নেতা দলিলের রহমান দুলাল ও জেলা নেতা কাজী জহির উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, বর্তমান সরকার দেশ রক্ষার নাম করে কালো আইন ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। যা দিয়ে দেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করছে। মূলত তারা তাদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এ কালো আইন করেছে। দ্রুত এ আইন বাতিল করে গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবী জানান।