১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫মার্চ গণহত্যা দিবস, এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ মার্চ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, সহকারী কমিশনার (ভুমি) তানিয়া তাবাসসুম, উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মো: রেজাউল হক বকু। এ সময় বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়াম্যান, স্কুল-কলেজের প্রধান ও উপজেলা প্রশাসনের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় যথাযথ ভাবে দিবসসমুহ পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।