অনুমোদনবিহীন নর্দান মেডিকেল প্রাইভেট কলেজের মাইগ্রেশনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আজও বিক্ষোভ করেছে রংপুরের নর্দান মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দাবী আদায় না-হওয়া হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষনা তাদের।
সোমবার(৮ মার্চ)বেলা ১২ টায় শিক্ষার্থীরা রংপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।এ সময় কলেজ কতৃপক্ষের অনিয়ম দূর্নীতি নিয়ে নানা অভিযোগ তোলেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, ফাইনাল ইয়ার থেকে ফার্স্ট ইয়ার পর্যন্ত এখানে প্রায় ২৫০ জন দেশী ও বিদেশী (নেপালি) শিক্ষার্থী চরমভাবে প্রতারণার শিকার।বর্তমানে তারা মাইগ্রেশনের দাবিতে আন্দোলনে নেমেছে।
তারা আরও জানায়, যতক্ষন না পর্যন্ত মাইগ্রেশনের চুড়ান্ত সিদ্ধান্ত লিখিত ভাবে জানানো হবে ততক্ষন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। এ সময় ভবিষ্যৎ শিক্ষা জীবন নিয়েও শংকা জানান শিক্ষার্থীরা।