সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া ও তার স্ত্রী বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা কর্তৃক বর্তমান কেশারপাড় ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ নেতা বেলাল হোসেন ভূঁইয়া ও তার পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে চেয়ালম্যান বেলাল ভূঁইয়া ও তার পরিষদ।
সোমবার দুপুরে সেনবাগ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে বক্তব্যে বেলাল হোসেন ভূঁইয়া অভিযোগ করেন-ভিগত ২০১৭ সালে ইউপি নির্বাচনে তার প্রতিদ্বন্দি¦ পরাজিত প্রার্থী একই এলাকার আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া ও তার স্ত্রী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়াম সুলতানা হিংসার বসবর্তী হয়ে পরিকল্পিত ভাবে একের পর এক তার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে ও তার পরিবারের সদস্যদের হয়রানি করছেন। বেলাল ভূঁইয়া অভিযোগ করে জানান,উপজেলা ভা।সি চেয়ারম্যান মরিয়াম সুলতানা বিগত ৯ সেপ্টেম্বর ২০২০ ইং পিটিশন মামলা নং ১৯০৭ হাজিরা দিয়ে কোট এলাকায় পৌছলে মামলার স্বক্ষী।াব ুসায়েদ সজল ও মেহেদী হাসান অনিক রিকসা যোগে মেইন রোড়ে আসার পথে মোঃ স্বপন ,সেলিশ ও সাহাবনউদ্দিন সহ কয়েকজন অজ্ঞাতনামা আসামিরা স্বাক্ষীকে মারধর টাকা ছিনতাই করে নিয়ে যায় বলে মিথ্যা অভিযোগ করে। যা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রের নির্দেশে সুধারাম থানা পুলিশ ও পরে পুলিশ ব্যুরো অব ইনবিষ্টিকেশন ( পিবিআই) তদন্ত করে গটনাটি মিথ্যা বলে আদালতে প্রতিবেদন দাখিল করে। এরপর পরও আবু বক্কর ও তার স্ত্রী তাদের হয়রানি অব্যাহত রেখেছে।
এ সময় পরিষদেও সদস্য সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন।