এক টাকায় সপ্নপূরণ শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্যিকার অর্থেই ১ টাকায় সমাজের অবহেলিত শ্রেনীর সপ্নপূরণ করে চলেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কিছু উদীয়মান তরুণ শিক্ষার্থীর ব্যতিক্রমী চিন্তার ফসল। “১ টাকায় জীবন ফাউন্ডেশন” নামক সংগঠনটি। সংগঠনটির সদস্যরা প্রতিদিন মাত্র ১ টাকা হিসেবে মাসে ৩০ টাকা অনুদান দিচ্ছেন। এই অনুদানে কেউ পাচ্ছে এক বেলার খাবার, কেউ পাচ্ছে বই-খাতা, জীবিকা উপার্জনের সম্বল কিংবা জীবন রক্ষাকারী মূল্যবান ঔষধ। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এমন ব্যতিক্রমী কার্যক্রমের ধারাবাহিকতায় সংগঠনটির উদ্যোগে রোববার বিকালে উপজেলার কাশিপুর গ্রামের একটি মাদ্রাসায় কোমলমতি শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। কোনো শিশু যাতে অর্থাভাবে শিক্ষা থেকে বঞ্চিত না হয় সে লক্ষ্যে কাজ করছে সংগঠনটি। এ সময় উপস্থিত ছিলেন আলী নদবী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ফারুক নোমানী, স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আসরারুল হক, জীবন ফাউন্ডেশন মোস্তফা ইবনে মাসুদ।