কুষ্টিয়ার দৌলতপুর থানা বিএনপির অন্যতম নেতা আবদুল হামিদ (৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার তসকাল ৬টায় তার চকদৌলতপুর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে...... রাজেউন। মৃত্যু কালে তিনি স্ত্রী ১পুত্র ১কন্যা সহ অশংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আবদুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কুষ্টিয়া ১ দৌলতপুর আসনের সাবেক এমপি থানা বিএনপির সভাপতি আলহাজ¦ রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, সেক্রেটারী শহীদ সরকার মঙ্গল, সাবেক সভাপতি আলহাজ¦ আলদতাফ হোসেন, এদিকে বাদ জোহর চকদৌলতপুর গোরস্থান ময়দানে আবদুল হামিদের নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হয়। এতে বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের মানুষ অংশ নেয়।